• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন জেলায় বিএনপি’র মৌন মিছিল

বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য

প্রকাশিত: ১৭:৫১, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ১৮:১৩, ১৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন জেলায় বিএনপি’র মৌন মিছিল

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জেলায় মৌন মিছিল কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির শাখা থেকে এই মৌন মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার জুমার নামাজের পর টাঙ্গাল জেলা বিএনপি’র উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মৌন মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেনীতে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিনের নেতৃত্বে এক বিশাল মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের আগে ফেনী প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, বেলাল উদ্দিন আহমেদ, মশিউর রহমান বিপ্লব, জেলা যুগ্ম আহ্বায়ক গাজী মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, অধ্যাপক আব্দুল খালেক সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।

চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে নগরীর কাজীর দেউড়িস্থ দলীয় কার্যালয়ে শহীদদের আত্মত্যাগে দোয়া ও মিলাদ মাহফিল, কালো ব্যাজ ধারন কর্মসূচী পালন করেন বিএনপি নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয় নসিমন ভবন থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। 

খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে কালো ব্যাচ ধারণ, মৌন মিছিল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায়- দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। খাগড়াছড়ি আদালত সড়ক থেকে মৌন মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

এদিন সকাল ১০টায় বাগেরহাটের মোংলা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মৌন মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পৌর মার্কেট চত্বরে পথসভায় অংশ নেন বিএনপির নেতা কর্মীরা। এ সময় বক্তব্য রাখেন, মোংলা পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির  সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, যুগ্ম আহবায়ক মো. খোরশেদ আলম ও সাবেক কাউন্সিলর মো. আলাউদ্দিন।  

পঞ্চগড় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে মৌন মিছিলটি জেলা শহরের দলীয় কার্যালয় থেকে বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা কৃষক দলের সাধারণ শাহজাহান সিরাজ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলটির পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2