সামনে কঠিন লড়াই আসছে, প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সামনে কঠিন লড়াই আসছে, প্রস্তুতি নিচ্ছে এনসিপি। শুক্রবার (১৮ জুলাই) সকালে সারাদেশে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে মুন্সিগঞ্জের সমাবেশে একথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশে হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। হয়তো আরো অনেক জেলায় তারা হামলা চালাতে পারে। তাই এনসিপি এখন থেকেই প্রস্তিতি নিচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা।
নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সীগঞ্জবাসীকে পাশে চান জানিয়ে নাহিদ বলেন, গোপালগঞ্জে হামলা হয়েছে, কিন্তু আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না।
মুন্সীগঞ্জের নদী ভাঙন, অবৈধ বালু দখলসহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন এনসিপির আহ্বায়ক।
পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে।
নির্বাচনে প্রবাসী ভাইবোনদের ভোটাধিকার নিশ্চিত করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন নাহিদ ইসলাম।
দেশ এখনও স্বাধীন হয়নি মন্তব্য করে সভায় সারজিস বলেন, ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না। শুধু গোপালগঞ্জে নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে সেখানেই ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ করতে হবে।
দেশের বাইরে থেকে যারা হত্যার পরিকল্পনা করছে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, হাসিনার বিচার করতে হবে। তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।
বিভি/এসজি
মন্তব্য করুন: