‘হিংসাত্মক আচরণ শহীদের আত্মদানের প্রতি অসম্মান’

বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ জুলাই অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দল, সংগঠক ও এক্টিভিস্টদের পরস্পরের প্রতি হেয় করে উস্কানিমূলক কথা বলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবি পার্টির নেতারা।
দেশ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐক্যের ভিত্তিতে যারা রাজপথে অকাতরে রক্ত ও জীবন বিলিয়ে দিয়েছেন, এক বছর যেতে না যেতেই তাদের একে অপরের প্রতি হিংসাত্মক আচরণ শহীদের রক্ত ও আত্মদানের প্রতি অসম্মান বলে মনে করেন দলটির নেতারা।
গোপালগঞ্জে ফ্যাসিবাদী আওয়ামী-ছাত্রলীগের গণতন্ত্র বিরোধী কর্মসূচি, সরকারের ব্যর্থতা ও নানা অবয়বে আওয়ামী লীগের পুনর্বাসন প্রচেষ্টার তীব্র সমলোচনা করেন তারা।
শুক্রবার (১৮ জুলাই) জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শহীদদের স্মরণে প্রতীকী কফিন রোড মার্চে এসব কথা বলেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: