• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দেশে গণতন্ত্র নাই, নির্বাচিত সরকার নাই: আব্দুস সালাম পিন্টু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৪, ১৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
দেশে গণতন্ত্র নাই, নির্বাচিত সরকার নাই: আব্দুস সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, আমরা ভেবেছিলাম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আজকে দেশে গণতন্ত্র নাই। নির্বাচিত সরকার নাই। মানুষ কারো কাছে যেতে পারে না।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইলের ভুঞাপুরে নইম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই শহীদদের স্বরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, বাংলাদেশ মুক্ত হয়েছে। আমরা জেলখানায় ছিলাম, আপনারাও কিন্তু ভালো ছিলেন না। কোনো দিন ভোট দিতে পারছেন? ভোট কেন্দ্রে যাইতে পারছেন? কথা বলতে পারছেন? পারেন নাই। আপনারাও এক রকম জেলে ছিলেন। সে জায়গা থেকে আমরা মুক্ত হয়েছি। দেশ আবার নতুন করে মুক্তি পেয়েছে।

এর আগে সকালে উপজেলার ঘাটান্দি এলাকায় সামাজিক গোরস্থানে শহীদ পলাশের কবর জিয়ারত করা হয়। দুপুরে নলিন এলাকায় শহীদ ইমনের কবর জিয়ারত করা হয়।

অর্জুনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল, ভুঞাপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম মস্তফা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চলনা করেন হেমনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2