• NEWS PORTAL

  • শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জুলাইয়ের বর্বরতা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে: তারেক রহমান

প্রকাশিত: ২০:১৯, ৩০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
জুলাইয়ের বর্বরতা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে: তারেক রহমান

ছবি: প্রতিবাদ সভায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে লাশের সঙ্গে যে বর্বরতা ও নির্মমতা চালানো হয়েছে তা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে। ঢাকার আশুলিয়ায় বুধবার (৩০ জুলাই) বিএনপির ‘নারকীয় জুলাই’ প্রতিবাদ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, গত বছর জুলাইয়ের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু শ্রমজীবী মানুষের সরাসরি কোনো স্বার্থ জড়িত ছিলো না। কারণ তারা কোনো সরকারি চাকরির আশা করেননি। তাহলে প্রশ্ন আসে, পোশাক কারখানার শ্রমিক-দিনমজুর, ভ্যানচালক, রেস্তোরাঁকর্মী, রিক্সাচালক কেন সেদিন রাস্তায় নেমে এসেছিলেন। কারণ ফ্যাস্টিস্ট যদি রাষ্ট্রক্ষমতায় থাকে তাহলে কেউ তাদের গণতান্ত্রিক অধিকার ফেরত পাবেন না। কোনো ন্যায্য দাবি আদায় হবে না। এ কারণে শ্রমিকরা রাস্তায় নেমে আসে।

 

২০২৪ সালের জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের এক বছর স্মরণে ঢাকা জেলা বিএনপি আয়োজিত নারকীয় জুলাই- প্রতিবাদ সভা হয় সাভারের আশুলিয়ায়। এখানেই গণতান্ত্রিক আন্দোলনে থাকা শ্রমজীবী ও সাধারণ মানুষকে হত্যা করে পুলিশের ভ্যানে উঠিয়ে পুড়িয়ে ফেলা হয় লাশ। সেই বিভৎস দৃশ্য মঞ্চায়ন হলে আবেগে আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা।

বিভি/এমআর

মন্তব্য করুন: