‘ফেনীর বন্যায় নাগরিক ঐক্য ও প্রশাসনের দুর্নীতিমুক্ত পদক্ষেপ জরুরি’

ছবি: বক্তব্য রাখছেন এবি পার্টির চেয়ারম্যান
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ফেনীর বন্যা সমস্যার সমাধানের জন্য যে সুচিন্তিত প্রকল্প গ্রহণ করা হয়েছে তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য দল-মত নির্বিশেষে নাগরিকদের ঐক্যবদ্ধতা ও প্রশাসনের দুর্নীতিমুক্ত পদক্ষেপ জরুরি।
বুধবার (৩০ জুলাই) ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় স্থানীয় এক কমিউনিটি সেন্টারে ‘মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ, নিস্কাশন ও সেচ প্রকল্পের পুণর্বাসন’ শীর্ষক প্রকল্প নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টু, সাবেক সংসদ সদস্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহিদউদ্দিন মাহমুদ স্বপন, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, জামায়াতের জেলা আমির মুফতি আব্দুল হান্নান, ব্যবসায়ী নেতা মেজবাহ উদ্দিন সাঈদ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিক, এনসিপি নেতা রিজভী, এবি পার্টির সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদলসহ ফেনীর শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রকৌশলী তরুণ মজুমদার বন্যা নিয়ন্ত্রণের বিশদ সমীক্ষা ও প্রকল্প উপস্থাপন করেন।
প্রকল্পের উপর বক্তব্য প্রদানকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, যে কোন বড় লক্ষ্য অর্জনের জন্য ঐক্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ফেনীতে প্রতিবছর বন্যার যে ঝুঁকি তৈরি হয়েছে তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা দরকার। সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এছাড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড নিয়ে স্থানীয় জনগণের অসন্তোষের বিষয়ে তদন্ত দাবি করে তিনি বলেন, দুর্নীতির ভয়ে সবাই চায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব যেন সেনাবাহিনীকে দেওয়া হয়। ফেনীর বন্যা সমস্যার সমাধানে যে সুচিন্তিত প্রকল্প গ্রহণ করা হয়েছে তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য দল-মত নির্বিশেষে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান।
বিভি/এমআর
মন্তব্য করুন: