• NEWS PORTAL

  • শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘দেশে আবার যেনো ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে’

প্রকাশিত: ১৯:৫৩, ৩১ জুলাই ২০২৫

আপডেট: ২১:৫৬, ৩১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘দেশে আবার যেনো ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে’

দেশে আবারও যেনো ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনসাফভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন তিনি। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক সভা হয়। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদদের স্বজনদের আবেগঘন বক্তব্যে ভারি হয়ে ওঠে পরিবেশ। গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপি নেতারা। দেশ গঠনের কাজেও নারীদের কাজে লাগানোর তাগিদ দেন তারা।

এ সময় বক্তৃতায় নারীদের কর্মদক্ষ হিসেবে গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারীরা যাতে সমাজে পিছিয়ে না থাকে সে জন্য বাস্তবমুখী কর্মপরিকল্পনার কথা জানান। দেশের মানুষের জন্য আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের প্রাধান্য দিতে তাদের নামে প্রান্তিক পর্যায়ে ৫০ লাখ ফ্যামিলি কার্ড দেওয়ার কথা আবারও জানান তারেক রহমান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: