দোকান মালিককে পিটিয়ে হত্যা, বিএনপির ৫ নেতা বহিষ্কার

ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিক মো. জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে এ বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন।
এর আগে সকালে দলীয় কার্যালয়ের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন এলাকায় জাহাঙ্গীর ভূঁইয়া নামের একজন দোকানমালিককে পিটিয়ে হত্যা করা হয়।
নিহতের ছেলে রাসেল জানান, ৫ আগস্টের পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুর রহমান সুমনের অনুসারী মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সালমদী বাজারে তার বাবার কাছ থেকে বছরে ৩০ হাজার টাকা ভাড়ায় ৩টি দোকান ভাড়া নেন। দুটি দোকানে গড়ে তোলা হয় বিএনপির কার্যালয়।
বিভি/এসজি
মন্তব্য করুন: