ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে নির্বাচনের আশা মির্জা ফখরুলের

ফাইল ছবি
ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে নির্বাচন হবে বলে আশা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নির্বাচনের মাধ্যমেই সমস্যাগুলো সমাধান হবে বলেও আশা করছেন তিনি। বৃহস্পতিবার (৩১ জুলাই) গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জাতীয় প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি বলেন, এক বছর হয়েছে এখনো শহীদদের তালিকা করা হয়নি, অনেক শহীদ পরিবার অসহায় অবস্থায় দিন পার করছে। এটা বললেই সরকারের কেউ কেউ মন খারাপ করেন। ব্যর্থতা সামনে এলেই তো সমালোচনা করা হয়। বিএনপি নির্বাচনের দাবি করলেই সমালোচনা করা হতো, এখন সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দ্রুত নির্বাচন দিতে বলছেন। বিএনপি নির্বাচন চায় ক্ষমতায় যেতে নয়, জনগণের মালিকানা জনগণকে বুঝিয়ে দিতে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রতিহিংসার কথাবার্তা বলা হচ্ছে, তার একটা মাত্রা থাকা উচিত। এতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিভি/এসজি
মন্তব্য করুন: