• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হাটহাজারী মাদ্রাসায় নজরুল ইসলাম খান ও সালাহউদ্দীন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৫:৩৫, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
হাটহাজারী মাদ্রাসায় নজরুল ইসলাম খান ও সালাহউদ্দীন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোন বাধা দেখছে না বিএনপি। সরকার যেভাবে নির্বাচন নিয়ে কাজ করছে তাতে ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব, সরকারের উচিত এ নিয়ে তাদের বক্তব্য আরও স্পষ্ট করা।

শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় মাদ্রাসাটির প্রধান শায়খুল হাদিস শেখ আহমেদ, মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় বৈঠকে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করা দরকার তার সবই করছে বিএনপি।  তবে ৫১টি বাদে বাকিসব সুপারিশে ঐক্যমত কমিশনের সাথে কোনো দ্বিমত নেই বিএনপির। 

মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফীর কবরও জিয়ারত করেন বিএনপি নেতৃবৃন্দ। 

বিভি/এজেড

মন্তব্য করুন: