• NEWS PORTAL

  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সমাবেশে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আনতে নিষেধ করলো ছাত্রদল

প্রকাশিত: ১৭:৫৭, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
সমাবেশে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আনতে নিষেধ করলো ছাত্রদল

৩ আগস্টের ঐতিহাসিক ছাত্র সমাবেশে অংশগ্রহণে ইচ্ছুক নেতাকর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছে ছাত্রদল। উক্ত সমাবেশে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আনতে নিষেধ করেছে ছাত্রদল। শুক্রবার (১ আগস্ট) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীল আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনার বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-

১. ছাত্র সমাবেশে কোন ধরণের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না।

২. সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র কর্তৃক নির্ধারিত জায়গায় সকল ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে।

৩. কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হসপিটালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত এ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চলাচলে সার্বিক সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হলো।

৪. সমাবেশের দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের কোন ইউনিটের গাড়ি কোন অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।

৫. ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না।

৬. সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করে সমাবেশস্থল ত্যাগ করতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ (১ আগস্ট) এই নির্দেশনা প্রদান করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2