‘পরিপূর্ণ প্রস্তুতি ছাড়া বিএনপি নির্বাচন চায় না, অহেতুক বিলম্বও চায় না’

ফাইল ছবি
ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনরুত্থান চেষ্টার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহতের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (২ আগস্ট) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক শেষে এ আহ্বান জানান তিনি। বলেন, সেনাবাহিনী, পুলিশ, বিচারবিভাগ, গণমাধ্যমসহ বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগের সুবিধাভোগীরা রয়েছে। এজন্য আওয়ামী লীগ পুণরুত্থানের চেষ্টা করছে বলে জানান তিনি। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে তাদের পরাস্ত করা সম্ভব হবে।
নজরুল ইসলাম খান বলেন, পরিপূর্ণ প্রস্তুতি ছাড়া বিএনপি নির্বাচন চায় না। তবে নির্বাচন নিয়ে অহেতুক বিলম্বও চায় না। বিএনপি, জামায়াত, এনসিপি সবাই নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, দল গোছানোর জন্য কেউ কেউ নির্বাচনে কিছুটা বিলম্ব করার চেষ্টা করছে। ক্ষমতায় গিয়ে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে তরুণ প্রজন্মকে তা প্রতিহতের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শেখ হাসিনা ও মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধাদের দেওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কে তেজগাঁও কলেজকে পরাজিত করে বিজয়ী হয় ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা।
বিভি/এসজি
মন্তব্য করুন: