‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শিরোনামে এনসিপির সমাবেশ শুরু

কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শিরোনামে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এ সমাবেশ থেকে বাংলাদেশকে নতুনভাবে নির্মাণের বার্তা দিতে চায় দলটি। এরই মধ্যে সমাবেশকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে নেতা–কর্মীরা স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হচ্ছেন। রয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরা ও আহতরাও। সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এনসিপি নেতারা বলছেন, গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা দলটি নতুন বাংলাদেশ গড়তে চায়। নতুন বাংলাদেশকে কীভাবে দেখতে চায়, বাংলাদেশের জন্য কী কী পরিকল্পনা নিতে চায়, কীভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষাসহ সবগুলো খাতে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে চায়, সেটির রূপরেখা থাকবে ইশতেহারে। এনসিপির মতে নতুন বাংলাদেশের ইশতেহার মানে দেশকে গড়ার নতুন রূপরেখা।
বিভি/এজেড
মন্তব্য করুন: