• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৪, ৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান

বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছাড়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে মন্তব্য করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, সরকারের যারা সুবিধাভোগী মানুষ, তারা নির্বাচন দিবে এটা আমি মনে করি না। 

তিনি বলেন, নির্বাচনটা আমাদের লড়াই করে অর্জন করতে হবে। নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরী করতে হবে এবং মানুষের যে সমর্থন, সেই সমর্থনকে নির্বাচন দেওয়ার জন্য বাধ্য করতে হবে।

রবিবার বিকালে নোয়াখালী জেলা শহরের গ্রীন হলে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত জেলার তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক জেড.আই কামাল, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহম্মদ পলাশ’সহ অনেকেই বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় কেন্দ্রীয় ও জেলা নেতারা জেলার প্রত্যেকটি ইউনিটের নেতৃবৃন্দকে সাংগঠনিক দিক নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন: