• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গণতন্ত্র ও নির্বাচনের বিরুদ্ধে কিছু শক্তি সক্রিয় হয়ে উঠেছে: আমীর খসরু

প্রকাশিত: ২০:১৫, ৬ আগস্ট ২০২৫

আপডেট: ২০:১৬, ৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
গণতন্ত্র ও নির্বাচনের বিরুদ্ধে কিছু শক্তি সক্রিয় হয়ে উঠেছে: আমীর খসরু

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র ও নির্বাচনের বিরুদ্ধে কিছু শক্তি সক্রিয় হয়ে উঠেছে। গণতন্ত্রের বিপক্ষে যারাই দাঁড়াবে তাদের কোনো জায়গা দেওয়া হবে না। বুধবার (৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

আমীর খসরু বলেন, শেখ হাসিনা যেমন জনগণকে বাইরে রেখে নিজের মতো করে দেশ চালিয়েছেন তেমনি এখন কিছু কিছু শক্তি আবারো গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার বদলে জনগণকে বাইরে রেখে দেশ পরিচালনা করতে চায়। 

এদিকে, রংপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন নিয়ে একদিন আগেও আতঙ্ক ছিলো বিএনপির। কিন্তু এখনো পুরো সংশয় কাটেনি। প্রধান উপদেষ্টার দেওয়া নির্ধারিত তারিখে নির্বাচন না হলে জনগণকে সাথে নিয়ে অধিকার আদায়ের আন্দোলনে নামতে বাধ্য হবে বিএনপি। রংপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত স্থানীয় গ্রান্ড হোটেল মোড়ে ছাত্র-জনতার ঐতিহাসিক বর্ষপূর্তিতে তিনি এসব কথা বলেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2