‘শেখ হাসিনা বুকে বন্দুক ঠেকিয়ে জনগণের রায় প্রদানের ক্ষমতা কেড়ে নিয়েছিল’

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণের রায়ের মাধ্যমে শাসন ক্ষমতার পরিবর্তনের জন্য বিএনপি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে তাদের রায় প্রদানের ক্ষমতা কেড়ে নিয়েছিল। দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে, সামনে জনগণের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ এসেছে। যেই সুযোগটি আমাদের সামনে এসেছে, সেটি কাজে লাগাতে হবে।
রবিবার (১০ আগস্ট) যশোর নগর মহিলা দলের ৩ ও ৯ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ রক্তের নদী পেরিয়ে লাশের ওপর পা দিয়ে সিংহাসন দখল করেছিল। তারাই বলেছিল, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে দেশের রক্তে নদীও বয়ে যাবে। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিএনপি শক্ত অবস্থায় সবকিছু নিয়ন্ত্রণ করেছে বিধায় কোথায়ও রক্তপাত হয়নি।
তিনি বলেন, আওয়ামী লীগের হাতে বিএনপির নেতাকর্মীরা সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েও প্রতিশোধমূলক কিছুই করেনি। কারণ বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা প্রতিহিংসা দিয়ে ভিন্নমতকে কখনো দমন করতে চাই না। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হোক সেটি চায় না। স্থিতিশীল রাজনীতি এবং শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করুক আমরা সেটি চাই।
তিনি বলেন, অনেক রাজনৈতিক দল ধর্মের কথা বলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। বিএনপি স্পষ্ট ভাষায় বলেছে, এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান সকলের, কোন একক ধর্মের নয়। প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতা আছে। কেউ বাধা সৃষ্টি করলে আমরা তাদেরকে প্রতিহত করবো। যাতে করে হিন্দু মুসলিমের মধ্যে কোন বিভেদ সৃষ্টি না হয়। আমাদের একটি পরিচয় আমরা বাংলাদেশী।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
দুটি সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফ হোসেন, ৯ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা প্রমুখ।
ঘোপ স্টাফ কোয়ার্টার মাঠে ৩ নম্বর ওয়ার্ড মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত নারী সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম এবং পরিচালনা করেন জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু। বকচর এলাকায় অনুষ্ঠিত ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দল নেত্রী অ্যাড. মৌলুদা পারভীন এবং পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।
বিভি/এজেড
মন্তব্য করুন: