‘বিএনপি ক্ষমতায় গেলে পুঁজিবাজার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার’

ছবি: আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপি ক্ষমতায় গেলে পুঁজিবাজার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। দরকারি সকল সংস্কারের আশ্বাসও দেন তিনি।
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ উপলক্ষে এক সম্মেলনে একথা বলেন তিনি। আমীর খসরু বলেন, তার দল বাংলাদেশের অর্থনীতিতে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সাথে জনগণের আকাঙ্খা পূরণে প্রয়োজনীয় সবকিছু করা হবে।
তিনি বলেন, নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় দেশি-বিদেশি উদ্যোক্তারা এদেশে বিনিয়োগের প্রস্ততি নিচ্ছে। সবার সহযোগিতায় বাংলাদেশকে ঋণ নির্ভরতা এবং টাকা ছাপানোর অর্থনীতি থেকে বের করে বিনিয়োগের দেশে পরিণত করা হবে বলে জানান আমীর খসরু।
অনুষ্ঠানে জাপানের বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা যেন না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
বিভি/এমআর
মন্তব্য করুন: