ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: ডা. এ জেড এম জাহিদ

ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, একটি পক্ষের নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি।
বুধবার (১৩ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে ডা. জাহিদ এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, প্রধান উপদেষ্টা বারবার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা বলছেন। অথচ, সরকারের একটি অংশ নানান দাবিতে হুমকি দিচ্ছেন ভোট হতে দেবেন না। পিআর পদ্ধতির সমালোচনা করে জাহিদ বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চান। ২৪ এর আন্দোলনে ঐক্যবদ্ধ সকল শক্তিকে জনপ্রতিনিধি নির্বাচনের দায়িত্ব ভোটারদের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।
একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যান্সারে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অন্তবর্তী সরকারের প্রতি আহবান ও জানান তিনি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, এমন আইন প্রয়োগ করতে হবে যাতে কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার সাহস পাবেনা।
১৫ আগষ্ট বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও মসজিদে তার রোগমুক্তি কামনা দোয়া ও মিলাদের কর্মসূচি ঘোষণা করছে দলটি। নির্বাচন নিয়ে জটিলতা তৈরি করতে দুই একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিসহ নতুন ইসু তৈরি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রিজভী।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: