• NEWS PORTAL

  • রবিবার, ১৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘নির্বাচন নিয়ে যাদের শঙ্কা তারা দেশের পক্ষের শক্তি নয়’

প্রকাশিত: ১৪:২৬, ১৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘নির্বাচন নিয়ে যাদের শঙ্কা তারা দেশের পক্ষের শক্তি নয়’

ছবি: সালাউদ্দিন আহমদ

নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্র ও দেশের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, গণতন্ত্রের পথে উত্তরনে কেউ কুযুক্তি উপস্থাপন করলে দেশের মানুষ তাদের রুখে দেবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জীবনে নানা চড়াই উৎরাই পেরিয়ে সংগ্রাম করতে করতে আলোর দিশারী হয়ে বেঁচে আছেন বেগম খালেদা জিয়া।

বর্তমান সময়েও বেগম খালেদা জিয়া দিকনির্দেশনা দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের জন্য অপেক্ষা করছে গোটা দেশ। 

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই যেমন ঐক্যবদ্ধ হয়েছিলেন, তেমনি আগামী নির্বাচন সুষ্ঠু করতে ঐকবদ্ধ থাকতে সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করেন সালাউদ্দিন আহমদ ।

 


 

বিভি/এমআর

মন্তব্য করুন: