• NEWS PORTAL

  • রবিবার, ১৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফ্যাসিবাদী কাঠামো এখনো ভাঙেনি: শিবির সভাপতি

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২২:৩১, ১৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ফ্যাসিবাদী কাঠামো এখনো ভাঙেনি: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, দেশে গত ১৫ বছরে যে ‘ফ্যাসিবাদী কাঠামো’ তৈরি হয়েছে তা এখনো ভাঙা হয়নি।

তিনি বলেন, 'শহীদ পরিবারের স্থায়ী সংস্কার ও পরিবর্তনের দাবিকে উপেক্ষা করে রাজনীতিবিদরা ক্ষমতার লোভে অন্ধ হয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলো ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে ব্যস্ত। আমরা এটিকে সমর্থন করি না।'

শনিবার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

রংপুর মহানগর শিবিরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মো. নুরুল হুদা। মহানগর শিবিরের সেক্রেটারি মো. আনিসুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শিবির সভাপতি ইসলাম বলেন, গত ১৫ বছরের ফ্যাসিবাদী কাঠামো ভেঙে যে সংস্কারগুলো বাস্তবায়নের কথা ছিল, তা আজও হয়নি।

তিনি বলেন, 'একটি সচেতন ছাত্রসংগঠন হিসেবে আমরা বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করছি। শহীদ পরিবারের সঙ্গে কথা বলে আমরা দেখেছি, তারাও সংস্কার এবং গণহত্যার দৃশ্যমান ও গুরুত্বপূর্ণ বিচার শেষে দেশে নির্বাচন দেখতে চান।'

জুলাই ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই ঘোষণায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে। যারা গণআন্দোলনে অবদান রেখেছে, প্রবাস থেকে রেমিট্যান্স পাঠিয়েছে, অনলাইন কর্মী, এমনকি প্রতিটি অংশগ্রহণকারীর নামও উল্লেখ করা হয়নি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাহবুবুর রহমান বিলাল, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান পাটওয়ারী এবং ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া প্রমুখ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2