• NEWS PORTAL

  • রবিবার, ১৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে স্বৈরাচারের চেয়েও খারাপ অবস্থা হবে’

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৫৪, ১৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে স্বৈরাচারের চেয়েও খারাপ অবস্থা হবে’

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে স্বৈরাচারী হাসিনা সরকারের চেয়েও খারাপ অবস্থা হবে অন্তর্বর্তী সরকারের বলে মন্তব্য করেছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)। তিনি বিএনপিকে হুঁশিয়ারি করে বলেন, আওয়ামী লীগের স্বৈরাচারী ১৬ বছরের শাসন আমলে যা হয়েছে আপনারা ১৬ মাসে তা করলে জনগণ এই মূহুর্তে বিএনপি থেকে সমর্থন ফিরিয়ে নিবে। 

শনিবার (১৬ আগস্ট) বিকাল ৫ টায় ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষে স্মৃতি বিজরিত মাকড়াই নামক স্থান কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বক্তব্যে এসব কথা বলেছেন। 

কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর হক বীর (প্রতীক)। 

সমাবেশ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে যুদ্ধ হয়ে আমরা বিজয়ী হয়েছিলাম। পরবর্তীতে আমরা মানুষের মূখে হাসি ফোটাতে পারিনি। আবার এদেশে যুদ্ধ হবে সে যুদ্ধ গুলা বারুদের নয়। সে যুদ্ধ চেতনার। এ চেতনার যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2