• NEWS PORTAL

  • রবিবার, ১৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শ্রেষ্ঠ নির্বাচন প্রস্তুতি দেখা যাচ্ছে না: ব্যারিস্টার ফুয়াদ

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২০:৫৬, ১৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
শ্রেষ্ঠ নির্বাচন প্রস্তুতি দেখা যাচ্ছে না: ব্যারিস্টার ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিশ্বমানের নির্বাচন উপহার দেয়ার আশ্বাস রয়েছে অন্তর্বর্তী কালীন সরকার প্রধানের। কিন্তু ভালো নির্বাচনের জন্য শ্রেষ্ঠ নির্বাচন প্রস্তুতি দেখা যাচ্ছে না কমিশনের।

শনিবারে (১৭ আগস্ট) বিকেলে রংপুরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ব্যারিস্টার ফুয়াদ। বলেন, অবাক সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় আছে দেশের মানুষ। সেই অধিকার নিয়ে কাজ করতে হবে সরকারকে। ৬০ বছর পর কেন ভালো নির্বাচন চাইতে হবে।

ফুয়াদ বলেন, সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর কোন দাবি তোলা যাবে না। এক্ষেত্রে রাজনৈতিক দল গুলোর মধ্যে সমন্বয় রাখতে হবে। মাঠ প্রশাসনের কথা উল্লেখ করে ফুয়াদ বলেন, নির্বাচন সময়কালে যেসব মাঠকর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তারা দল মতের ঊর্ধ্বে যে দায়িত্বশীল ভূমিকা রাখলে দেশে একটি শৃংখল নির্বাচন হতে পারে।

সংবাদ সম্মেলনে এবি পার্টির জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2