এই দেশ যাতে চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই দেশ যাতে কোনোদিন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, রাজনৈতিকভাবে সকলের আদর্শিক অবস্থান এক না হলেও, দেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশের জায়গায় সকলেই এক। মতপ্রকাশ, লেখার স্বাধীনতা ও সমালোচনার অধিকার প্রতিষ্ঠা করতে হলে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারেক রহমান।
রবিবার (১৭ আগস্ট) জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে কবিদের নিয়ে 'আমরা ভার্চুয়ালি শুনবো ও বলবো' শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। লন্ডন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, কবি সাহিত্যিকদের কাছে মানবসভ্যতা বিভিন্ন ভাবে ঋণী। মানুষের অব্যক্ত কথাগুলো তুলে ধরেন তারা। স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত দেশের সকল ক্রান্তিলগ্নে কবি সাহিত্যিকরাই জনগণকে উদ্দীপ্ত করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সভায় অনেকেই তাদের ভিন্ন বিশ্বাস-আদর্শের কথা বলেছেন, কিন্তু দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব নিয়ে কোনো বিরোধ নেই।
সভায় বিএনপির স্থায়ি কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, কবিদের পক্ষ থেকে যেসব দাবি উত্থাপন করা হয়েছে, তার অনেক কিছুরই উল্লেখ আছে বিএনপির ৩১ দফায়।
ফ্যাসিবাদের পতনের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয় মতবিনিময় সভা থেকে।
বিভি/টিটি
মন্তব্য করুন: