• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজনৈতিক নেতা ও ভোটারের জবাবদিহীতাই সর্বশ্রেষ্ঠ সংস্কার: মঈন খান

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৮, ২২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
রাজনৈতিক নেতা ও ভোটারের জবাবদিহীতাই সর্বশ্রেষ্ঠ সংস্কার: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, আগামীর নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং দেশের প্রতিটি মানুষ তাদের নিজের ইচ্ছানুযায়ী যোগ্য ব্যক্তিকে ভোট দিবে। তবে, সর্তক করে দিতে চাই, আমরা যদি রাজনীতি করি এবং সেখানে প্রার্থী হই, আমাদের যেমন জবাবদিহীতা রয়েছে ভোটারদের কাছে, তেমনই ভোটারদেরও জবাবদিহীতা রয়েছে। আমি যদি একজন প্রার্থী হই, আর আমার ভোটার যদি টাকা খেয়ে বা মিথ্যা প্রলোভনে অন্য জায়গায় ভোট দেয়, তবে আমি কিন্তু আমার ভোটারকে ছেড়ে দিবো না। এই জবাবদিহীতা গণতন্ত্রের পরস্পর উভয় মুখী। রাজনৈতিক নেতা ও ভোটারের জবাবদিহীতাই হবে সর্বশ্রেষ্ঠ সংস্কার। 

শুক্রবার (২২ আগষ্ট) সন্ধ্যায় নরসিংদীর শেখেরচর মাজার বাসস্ট্যান্ডে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারে সমবেদনা জ্ঞাপন ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও বিএনপির ত্যাগী নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুঁইয়া মিল্টন, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শানু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মনির হোসেন মনির প্রমুখ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2