• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিএনপির সম্মেলনে সংঘর্ষে আহত ১০: মহাসড়ক অবরোধ 

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৬, ২২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বিএনপির সম্মেলনে সংঘর্ষে আহত ১০: মহাসড়ক অবরোধ 

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ জুলাই) বিকেলে বাগাট  উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনস্থলে এ ঘটনা ঘটে। 

ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতা কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির ও বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনার পরে এক পক্ষের নেতাকরীরা হামলার প্রতিবাদে বাগাটে প্রায় এক ঘন্টা ফরিদপুর-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

জানা যায়, বিএনপি নেতা সামসুদ্দিন ঝুনু মিয়ার সমর্থকরা শুক্রবার বিকেলে কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তি দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এরপর তারা সম্মেলনে যোগ দিতে যায়। সেখানে  বাগাট ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আকবার আলী শেখের নেতৃত্বে সম্মেলনে বক্তব্য দিচ্ছিলো ছাত্রদল নেতা সাদ্দাম। ঝুনুর সমর্থকদের দেখতে পেয়ে সে বলে উঠে মাইকে যে, বহিস্কৃত কেউ এই সম্মেলনে যেনো না আসে। এরপর তারা অনুষ্ঠান স্থলে পৌছলে চেয়ার ছুঁড়ে মেরে আহত করা হয় তাদের। এতে হট্টগোল বেধে দুই পক্ষের লোকেরা আহত হন। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

এ ঘটনায় আহতরা হলেন, ঝুনু সমর্থক বাগাট ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আকবার আলী শেখ, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মোঃ খায়রুল শেখ, বিএনপি নেতা ইদ্রিস আলী শেখ, সোহাগ শেখ,  সেকেন শেখ,  ছাত্রদল নেতা আসিব, খন্দকার সমর্থক বিএনপি নেতা ফরিদুল ইসলাম, চুন্নুসহ ১০ জনের মতো। পরে ঝুনু সমর্থকেরা আবার সেখান থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।

সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম রব্বানী পুলিন বলেন, সম্মেলনে যোগ দিতে আসা ওই মিছিলে যুবদলের বহিস্কৃত নেতা মিজান সহ আরো কয়েকজন ছিলো। তাদের উদ্দেশ্যে একথা বলেন ওই ছাত্রদল নেতা। পরে পরিস্থিতি শান্ত হওয়ার পর সম্মেলনের বাকি পর্ব অনুষ্ঠিত হয়। তবে কোন কমিটি ঘোষণা করা হয়নি।

মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল বলেন, বিগত দিনে যারা ঈগল মার্কায় নির্বাচন করেছে এবং নৌকার পক্ষে কাজ করেছে তারা এই কমিটিতে স্থান পাবেনা। শাহ জাফরের উত্তরসুরীরা যদি বিএনপি করতে না পারে তাহলে ঈগল নৌকার লোকেরাও কমিটিতে থাকবে না।

কেন্দ্রীয় ছাত্রদল  ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা  খাইরুল ইসলাম বলেন, শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের মুক্তির মিছিলের পর আমরা সম্মেলন কেন্দ্রে উপস্থিত হলে ক্যাডার খোকন ও তার লোকজন অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে। 

মধুখালী উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক  গোলাম মোস্তফা বাকীর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব বাবলু কুমার রায়, অন্যতম সদস্য মোঃ আবুল কাশেম আবুল, হায়দার আলী মোল্লা, গোলাম রব্বানী পুলিন, আব্দুল আলীম মানিক ও বিএনপি নেতা আব্দুর রহিম ফকিরসহ অঙ্গদলের নেতৃবৃন্দ।

বাগাট ইউনিয়ন বিএনপি'র সম্মেলনে সভাপতি পদে সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান আলী খান, সাধারণ সম্পাদক পদে মোঃ আকবর আলী শেখ, মুন্সি রাসেল, মোহাম্মদ ইদ্রিস আলী, শেখ সাইদুর রহমান ঝন্টু, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাইদুল ইসলাম সরদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2