সম্প্রীতির বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে: নিতাই রায়

জুলাই আন্দোলনের যোদ্ধা ও ফ্যাসিস্ট সরকার আমলে নিহত বিএনপি নেতাকর্মীসহ সকল হত্যার বিচার করা হবে। যারা বিএনপিতে বিভেদ সৃষ্টি করতে চায় তারা দেশের শান্তি চায়না। ফ্যাসিস্ট সরকারের পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের অধীনে শুরু হয়েছে সংস্কার কার্যক্রম। আমরা এ সংস্কার কার্যক্রমে অংশ নিয়েছি। সকল দলের অংশগ্রহণে আগামী নির্বাচনে হবে একটি নিরপেক্ষ নির্বাচন।
তিনি বলেন জুলাই অভ্যুত্থানে যোদ্ধাসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছে, তাদের নামে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয় হয়রানি নির্যাতন করেছে। ফ্যাসিস্ট সরকার আমলে যতো হত্যার ঘটনা ঘটেছে সব হত্যার বিচার করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন সম্প্রীতির এই দেশে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি বদ্ধ পরিকর। হিন্দুদের নিরাপত্তা দিতে মাঠে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে।
শনিবার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাড়িখালি হাইস্কুল মাঠে রাজনৈতিক প্রতিসিংহার শিকার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শহীদ আবু তৈয়ব মোল্যার ২য় শাহাদাত বাষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের স্মরণ সভায় এ কথাগুলো বলেন, বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী।
তিনি আরো বলেন বিগত সময়ে, এই রাজাপুর ইউনিয়নে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিহত হয়ে ছিল ইউনিয়ন ছাত্রদলের সহ- সভাপতি আবু তৈয়ব মোল্যা।
এ সময় তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। মাগুরা জেলার ইউনিয়ন ও ওয়াড কমিটির কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। নির্বাচনের প্রস্তুতিতে সকলকে মাঠে থাকার নির্দেশনা প্রদান করেন তিনি।
মাগুরা সদরের রাজাপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোসলেম উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এ সময় বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক অ্যাড রোকনুজ্জামান খান, এড মিঠুন রায় চৌধুরী, জেলা বিএনপি'র সদস্য মৈমুর আলী মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা জাসাসের সদস্য সচিব ফেরদৌস রেজা, মোহাম্মদপুর উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুব সম্পাদক মনিরুল ইসলাম মুকুল প্রমুখ। সভায় মোহাম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: