বাংলার মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না: আমানউল্লাহ আমান

ছবি: আমানউল্লাহ আমান
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমানউল্লাহ আমান বলেছেন, বাংলার মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। তারা ফ্যসিস্ট হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলার জনগণ এখন তাদের খুনি হিসাবে চিনে। স্বৈরাচার হাসিনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে।
শনিবার (২৩ আগস্ট) বিকালে কলাতিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, কিছু দিনের মধ্যেই শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের বিচারের মাধ্যমে ফাঁসি হবে। তা দেখবে এদেশের জণগন। সরকার থেকে বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ, সরকার থেকে বলা হয়েছে, আওয়ামী লীগ রাজনীতি পারবে না। সরকার থেকে বলা হয়েছে আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারবে না। যে হাসিনা পালনোর দুদিন আগে অহংকার করে বলেছিলেন, শেখের বেটি পালায় না। এর দুদিন পরেই শেখ হাসিনাসহ তার চৌদ্দগুষ্টি ভারতে পালিয়ে গিয়েছে।
তিনি আরও বলেন, খালেদা জিয়া একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। তাকে মিথ্যা মামলা দিয়ে ৬ বছর বছর জেল খাটানো হয়েছে। বিনা চিকিৎসায় তাকে দেশে থাকতে হয়েছে। তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। অথচ আওয়ামী লীগের হুমরা চোমরারা চিকিৎসার জন্য বিদেশে গিয়েছে। দেশের মানুষ তা ভুলে যায়নি।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা প্রস্তুত থাকেন। ধানের শীষে ভোট দিয়ে আপনারা দেখিয়ে দেবেন এদেশে জনগণ বিএনপির জণগন। গত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আন্দোলন সংগ্রামে ৮ হাজার কিলোমিটার দূর থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা কর্মীদের নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার সরকার হবে। তারেক রহমানের সরকার হবে। উন্নয়নের সরকার হবে।
উদ্বোধন অনুষ্ঠানে ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোয়াজ্জেম হোসেন রিপনের সভাপতিতে এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির, বিএনপি নেতা ওমর ফারুক, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়া সাধারণ সম্পাদক দাউদ শিকদার, মডেল উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল হোসেন রুবেল, যুবদল নেতা মাসুদ রানা, ছাত্রদল নেতা মো সাইফুল ইসলাম প্রমুখ।
বিভি/এআই
মন্তব্য করুন: