• NEWS PORTAL

  • শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফজলুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া: বাংলাফ্যাক্ট

বাসস

প্রকাশিত: ১২:৪৮, ২৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ফজলুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া: বাংলাফ্যাক্ট

বিএনপি থেকে পদ স্থগিত হওয়া অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের দাবিটি মিথ্যা বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ফজলুর রহমানকে শোকজের পরে তার গ্রামের বাড়িতে এনসিপির কর্মীরা আগুন দিয়েছে বলে একটি ভুয়া ভিডিও সম্প্রতি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ফজলুর রহমানের গ্রামের বাড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগুন দেয়নি বরং ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার আগে থেকেই ভিডিওটি ইন্টারনেটে রয়েছে। আদতে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২২ আগস্ট কিশোরগঞ্জের বৌলাই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এটি সেই ঘটনারই ভিডিও। এই সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩০জন আহত হয়েছেন। মূলধারার অন্যান্য গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিবেদন থেকেও এ বিষয়ে একই তথ্য জানা যায়।

বাংলাফ্যাক্ট জানায়, ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে ফজলুর রহমানের বাড়িতে আগুন লাগানোর দাবিটি সম্পূর্ণ ভুয়া এবং এ বিষয়ে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2