দেশে উগ্রপন্থি রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল

দেশে উদারপন্থি রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থি রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে বলে শঙ্কা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিএনপি বাংলাদেশকে সফল রাষ্ট্র হিসেবে দেখতে চায় বলে জানান তিনি।
শুক্রবার (২৯ আগস্ট) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে সৈয়দা ফাতেমা সালামের বই রক্তাক্ত জুলাই গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান হয় জাতীয় প্রেস ক্লাবে। ওই অনুষ্ঠানে এসব বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, চব্বিশ নিয়ে তত লেখা দেখা যাচ্ছে না। সরকার বিজ্ঞজনদের দায়িত্ব দিতে পারতো, কিন্তু সেটি হয়নি। বিএনপি ক্ষমতায় এসে গেছে, কারো কারো এমন ভাবনা নিয়েও কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো মিলেমিশে ইসির দেওয়া রোডম্যাপকে এগিয়ে নিলে দেশের জন্য ভালো হবে।
মির্জা ফখরুল বলেন, মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপিকেই জনগনকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।
বিভি/টিটি
মন্তব্য করুন: