• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নুরকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রকাশিত: ১৩:৫৩, ৩০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
নুরকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

রাজধানীতে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তাকে দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান সেখানে গিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) ডাকসুর সাবেক এই ভিপিকে দেখতে হাসপাতালে যান তিনি। 

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নুরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন ও তার সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, নুরুল হক নুরের মাথায় আঘাত রয়েছে। তার নাকের হাড় ভেঙে গেছে। 

তিনি আরও বলেন, নুরের চিকিৎসায় শুক্রবার রাতেই উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার চিকিৎসার বিষয় নিয়ে আজ মেডিকেল বোর্ড আলোচনায় বসবে।

এর আগে, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হলে নুর গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় দলীয় নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: