• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দেশের চিকিৎসায় সন্তুষ্ট নন, নুরকে দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি স্ত্রীর

প্রকাশিত: ২০:১২, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ২০:১৩, ৩১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
দেশের চিকিৎসায় সন্তুষ্ট নন, নুরকে দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি স্ত্রীর

ছবি: সংগৃহীত

বিগত ফ্যাসিস্ট সরকারের আট বছরেও আমার স্বামীর ওপর এত নৃশংস ও ন্যক্কারজনক হামলা হয়নি বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুর। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও ডাকসু নির্বাচনসহ নুরের ওপর হামলা হয়েছে, তবে বর্তমানে ফ্যাসিস্টমুক্ত দেশে প্রশাসনের সময়ে এ ধরনের ভয়ঙ্কর হামলা হবে তা ছিল কল্পনাতীত।

রবিবার (৩১ আগস্ট) দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি স্বামীকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি জানান।

তিনি বলেন, আমার লাইফটা সম্পূর্ণ আলাদা। তারপরও মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম। ৩০ তারিখ ঘটনাটি যখন ঘটে, তখন আমি লাইভ দেখছিলাম। আমি কখনো কল্পনাও করতে পারিনি। স্তব্ধ হয়ে গেছি। কিছু বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।

তিনি আরও করেন, এই বাংলাদেশে নুরের ওপর গত ৮ বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে হামলা হয়নি। ডাকসু নির্বাচনে তার ওপরে হামলা হয়েছিলো আওয়ামী ফ্যাসিস্ট ছাত্রলীগ-যুবলীগদের দ্বারা। কিন্তু বর্তমানে প্রশাসনের এই সময়ে এসে এমন হামলা আমার কাছে কল্পনাতীত।

মারিয়া নুর বলেন, নুরের শারীরিক অবস্থা এখনো ভালো নয়। শারীরিকভাবে এত আঘাত করা হয়েছে— ব্রেন, নাক, চোয়ালে আঘাত পেয়েছে। ভেতর থেকে মেরুদণ্ডসহ বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। ডাক্তাররা বলছিলেন, ৩৬ ঘণ্টা অবজারভেশনের পর কিছু বলা যাবে। তার জ্ঞান ফিরেছে, কিন্তু শারীরিক অবস্থা ভালো নয়। এখনো ডাক্তাররা বলছেন ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা সম্ভব নয়। তার মানে তিনি এখনো আশঙ্কামুক্ত নন।

তিনি আরও বলেন, এই শঙ্কার মধ্যে মিডিয়ার সামনে আসা সহজ নয়। কিন্তু ওর অবস্থা জানার জন্য আমি হাসপাতালে এসেছি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাইছি। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার ব্যবস্থা যেন করা হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2