• NEWS PORTAL

  • বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দেশ এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে: সাইফুল হক  

প্রকাশিত: ১৪:৩৭, ২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দেশ এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে: সাইফুল হক  

ফাইল ছবি

আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হলে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা করছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টর সাধারণ সম্পাদক সাইফুল হক। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে এক আলোচনায় সাইফুল হক এমন মন্তব্য করেন।  

গণতন্ত্র মঞ্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক আলোচনার আয়োজন করে। দেশ এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সাইফুল হক বলেন, যারা পিআরসহ নানা দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন, পরোক্ষভাবে তারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। 

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার এক বছরেও সংস্কারমূলক কোনো পদক্ষেপ নিতে পারেনি। বলেন, নির্বাচন সঠিক করতে না পারলে দেশ অন্ধকারে তলিয়ে যাবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আগামী নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার যেকোনো তৎপরতা মানুষ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।   

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2