• NEWS PORTAL

  • বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ভোট গণনায় ম্যানুপুলেট করা হলে প্রতিরোধ করা হবে: আবিদ

প্রকাশিত: ১৮:১০, ৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:১০, ৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভোট গণনায় ম্যানুপুলেট করা হলে প্রতিরোধ করা হবে: আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ ভোটগ্রহণ শেষে সংবাদ সম্মেলন করে বিভিন্ন বিভিন্ন অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলেন তিনি বলেন, শিক্ষার্থীরা তাদের দায়িত্ব পালন করছে ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে। সুষ্ঠু নির্বাচন হলে, কারচুপি না হলে বাংলাদেশেপন্থীদের ভূমিধ্বস বিজয় হবে বলে মন্তব্য করেন তিনি।

এসময় আবিদ বলেন, ছাত্রদল অভিযোগের রাজনীতিতে ফিরতে চায় না। সারাদিন আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আচরণবিধি ভঙ্গ করেছি এমন মিথ্যা তথ্যও নির্বাচন কমিশন আমাদের বিরুদ্ধে ছড়িয়েছে। কিন্তু আমি মোটেও আচরণবিধি লঙ্ঘন করিনি।

শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে আবিদুল ইসলাম খান আরও বলেন, কেন্দ্রে কেন্দ্রে আমাদের বাধাগ্রস্ত করা হয়েছে। জামায়াত নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত হিসেবে ঘুরে বেড়িয়েছে। ভিসি প্রক্টর তাদের প্রবেশের সুযোগ করে দিয়েছে।

নির্বাচনের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ১২টি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানিয়েছেন ছাত্রদল মনোনীত এই ভিপি প্রার্থী। 

আবিদ বলেন, এই নির্বাচনের মধ্যে দিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্খাকে ব্যহত করা হয়েছে। গণতন্ত্রকে আমরা এনজয় করতে চাই, এখনো ধৈর্য ধারণ করছি সুষ্ঠু ক্যাম্পাস বিনির্মানের জন্য। ভোট গণনায় ম্যনুপুলেট করা হলে, ফলাফল ব্যাহত করা হলে তাদের প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেন।

সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে ছাত্রদলের এই প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে জামায়াতের সন্ত্রাসীরা অবস্থান করছে বলেও দাবি করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: