• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ: সালাহউদ্দিন আহমদ 

প্রকাশিত: ১৬:১৯, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ: সালাহউদ্দিন আহমদ 

ছবি: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ। তবে এমন কোন উপায়ে সংবিধান সংশোধন করা ঠিক না যাতে পরবর্তীতে তা প্রশ্নবিদ্ধ হয় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুষ্ঠ নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনাসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এসময়ে তিনি আরও বলেন, প্রকৃতভাবে স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচারবিভাগ, তত্ত্বাবধায়ক সরকার এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হলে এই চারটি বিষয়ই হবে সুষ্ঠ নির্বাচনের জন্য রক্ষাকবচ। 

এছাড়া বিএনপির এই নেতা আরও বলেন, ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে ঐক্যমতে পৌছতে পারিনি, এটাই এখন চ্যালেঞ্জ। আর বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির প্রতিশ্রুতি বলেও জানান সালাহউদ্দিন আহমদ। 

বিভি/এমআর

মন্তব্য করুন: