আগামী নির্বাচন হবে গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন: আমানউল্লাহ আমান

ছবি: আমানউল্লাহ আমান
প্রধান উপদেষ্টা ড. ইউনুসের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচনের ব্যাপারে আশাবাদী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার তারানগরে ঘাটারচর প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনের সময় এ আশাবাদের কথা জানান তিনি।
আমান বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফল চব্বিশের ছাত্র -জনতার আন্দোলনে ফ্যাসিস্টের পতন। তার বিশ্বাস, আগামী নির্বাচন হবে গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিও উপস্থিত ছিলেন।
বিভি/এআই
মন্তব্য করুন: