• NEWS PORTAL

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

জামায়াতের পর এবার ৬ দাবিতে খেলাফত মজলিসের কর্মসূচি

প্রকাশিত: ১৭:৩০, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জামায়াতের পর এবার ৬ দাবিতে খেলাফত মজলিসের কর্মসূচি

জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনে পিআর পদ্ধতি (আনুপাতিক প্রতিনিধিত্ব) বাস্তবায়ন, আওয়ামী দোসরদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব আবদুল কাদের।

এ সময় তিনি জানান– আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর দেশের সকল মহানগরীতে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে দলটি। জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

একই দিন জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবি বাস্তবায়নে ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী বাংলাদেশ।

বিভি/টিটি

মন্তব্য করুন: