‘ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে পিআর এর দাবিতে আন্দোলন স্ববিরোধী’

ফাইল ছবি
ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে পিআর এর দাবিতে আন্দোলন স্ববিরোধী বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, নির্বাচন নিয়ে অনীহা থেকেই জামায়াতের এই কর্মসূচি। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। জনগণের ম্যান্ডেট না নিয়ে নিজেদের স্বার্থে এভাবে আন্দোলন করলে শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান দেখানো হবে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো ধরনের সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দানকারী দলগুলো। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ-বলে জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, চাপের কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে।
তিনি আরও বলেন, জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। জনগণের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ, সেখানে কেউ বাধা সৃষ্টি করলে যার যার রাজনৈতিক ভবিষ্যত সে বুঝে নেবে।
বিভি/এসজি
মন্তব্য করুন: