পিআর পদ্ধতি বাস্তবায়নে গণভোট আয়োজনের অনুরোধ ইসলামী আন্দোলনের

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন বা পিআর পদ্ধতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কাছে গণভোট আয়োজনের অনুরোধ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহম্মাদ রেজাউল করীম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ তৈরি হতে পারে। তাই, পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পেশীশক্তি ও কালো টাকা ব্যবহার বন্ধ হবে, কেন্দ্র দখলের রাজনীতি বন্ধ হবে।
দেশে বর্তমানে ৮০ ভাগ মানুষ পিআর নির্বাচনের পক্ষে আছে বলেও দাবি রেজাউল করিমের।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: