জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আফরোজা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, যাকে খুশি তাকে ভোট দেবেন, আপনার যাকে পছন্দ তাকে আপনি ভোট দেবেন, তবে, নিজের ভোট, নিজে দেবেন। ভোট যেন কেউ চুরি করতে না পারে। ২০১৮ সালে আমি নিজেই একজন প্রার্থী ছিলাম, আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোটও দেওয়া হয়ে গেছে। কোন দেশে আমরা বসবাস করি যে, আমি প্রার্থী হয়েও আমার ভোট দেয়া হয়ে গেছে, আমার ভোট আমি দিতে পারেনি। সেই সুযোগ আর দেবেন না। কেউ যেন আর ভোট চুরি করতে না পারে।
তিনি আরো বলেন, আমরা ভোট চুরি করতেও চাই না, আবার বিনা ভোটে নির্বাচিতও হতে চাই না। আমরা চাই যুদ্ধ করে, লড়াই করে জিততে। জনগনের সরকার প্রতিষ্ঠা করতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে। কারন জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সুতরাং আমরা যেন আমাদের ভোটটি দিতে পারি।
দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (১৮) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে উপজেলা মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে উদ্বোধনী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত জনতার দাবীর মুখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হলে পাটকেলঘাটাকে উপজেলা করা হবে বলে ঘোষনা দেন। তিনি এসময় বলেন, এর আগে যখন এই এলাকার তিনি এমপি ছিলাম তখন পাটকেলঘাটাকে থানা করেছিলেন। এছাড়া অসংখ্য উন্নয়ন মূলক কাজও করেছিলেন বলে জানান। আগামীতে সুযোগ পেলে আরো অনেক উন্নয়ন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, সমাবেশকে ঘিরে গোটা তালা উপজেলা বাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করতে দেখা যায়। সমাবেশ স্থলে হাজার হাজার নারী ও পুরুষসহ অসংখ্য দলীয় নেতা-কর্মী ও সাধারন জনগণ উপস্থিতিতে সমাবেশ স্থল কানায় কানায় যায়।
তালা উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনির সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দলের খুলনা বিভাগীয় টিম লিডার ও সাবেক এমপিৃ নেওয়াজ হালিমা আলি, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা মহিলাদলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক ছালেহা হক কেয়া প্রমুখ।
বিভি/এজেড
মন্তব্য করুন: