• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না: মোস্তফা জামান

প্রকাশিত: ২২:০৮, ২২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:০৮, ২২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিএনপি ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না: মোস্তফা জামান

রাজধানীর উত্তরখানে গ্যাসের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উত্তরখান কুড়িপাড়া এলাকায় প্রধান সড়কে এই কর্মসূচি পালন করে উত্তরখান থানা স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় বাসিন্দারা। 

এমন সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন মোস্তফা জামান বলেন, গ্যাস, বিদ্যুৎ পানিসহ সব ধরণের নাগরিক চাহিদা পূরণের লক্ষে কাজ করছে বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না। এছাড়া উত্তরখান, দক্ষিণখান, তুরাগ  ও খিলক্ষেত এলাকা গুলোতে ব্যাপক উন্নয়ন করা হবে। 

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবিক ও জনদুর্ভোগ মুক্ত ঢাকা ১৮ আসন বিনির্মাণে সর্বসাধারণের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। 

তিনি বলেন, গ্যাস বিদ্যুৎ পানি রাস্তাঘাট সংস্কার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নগরী ও নাগরিক সেবা সহ সকল প্রকার মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে বিএনপি কাজ করছে। আমি আপনাদেরকে বলতে চাই, নাগরিক অধিকারের আদায়ের আমি আপনাদের পাশে আছি। এসময় গন স্বাক্ষরের আহ্বান জানান মোস্তফা জামান। অতি দ্রুত এসব সমস্যাগুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।

এসময় সড়কে যানজট সৃষ্টি হলে মানববন্ধন বন্ধ করে সড়ক থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সরে যাওয়ার আহবান জানান। সাধারণ মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাছ থেকে নেতাকর্মীদেরকে বিরত থাকার অনুরোধ জানান মোস্তফা জামান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2