• NEWS PORTAL

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় তারেক রহমানের নির্দেশে ক্যান্সার রোগীদের পাশে যুবদল

প্রকাশিত: ১৯:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বগুড়ায় তারেক রহমানের নির্দেশে ক্যান্সার রোগীদের পাশে যুবদল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে বগুড়া জেলা যুবদল। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে গাবতলী উপজেলার বিভিন্ন গ্রামে ছুটে গিয়ে ৪ জন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ও একজন হৃদরোগে আক্রান্ত মুমূর্ষু রোগীর বাড়িতে চিকিৎসা সহায়তা পৌঁছে দেন সংগঠনের নেতা-কর্মীরা।

তারেক রহমানের এই সহায়তাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, গাবতলী লাংলু গ্রামের দক্ষিণপাড়ার ক্যান্সার রোগী রেজাউল করিম, মধ্যপাড়ার সীমা খাতুন, গোয়ালপাড়ার ওমেদ আলী এবং কৃষ্ণচন্দ্রপুরের কানিপাড়া হাট এলাকার হৃদরোগে আক্রান্ত আকমাত উল্লাহর নাতীর জন্য। একই দিন লাংলুহাট হাজিবিবি হায়েতুন্নেসা কাওমী মাদ্রাসার এতিম শিশুদের জন্য তারেক রহমানের পক্ষে সকলের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করে জেলা যুবদল পরিবার।

সহায়তা প্রদানকালে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা শুধুমাত্র বাহক হিসেবে এই সহযোগিতা পৌঁছে দিয়েছেন। বিদেশে থাকলেও দেশের প্রতিটি মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ জনাব তারেক রহমান। তিনি তার পিতৃভূমি গাবতলীর মানুষের সব সময় খোঁজখবর রাখেন। এসময় তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন।

মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, তাদের অভিভাবক তারেক রহমানের সার্বিক নির্দেশনায় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি তারা বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।  তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে যাতে তিনি দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। এছাড়াও সাধারণ মানুষের কল্যাণে সর্বদা বগুড়ায় যুবদল পরিবার কাজ করে যাবে বলে জানান।

মঙ্গলবারের এই সহায়তা প্রদান কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন-জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান, যুবদল নেতা সুমন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহ্বায়ক রুহিন হাসান, আনোয়ার হোসেন, দক্ষিণপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2