• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

দুর্নীতির জোয়ার কেটে দেবো, অনেকের ধড়ফড় শুরু হয়েছে: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ১৫:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দুর্নীতির জোয়ার কেটে দেবো, অনেকের ধড়ফড় শুরু হয়েছে: ডা. শফিকুর রহমান

আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে, দেশ সেবার সুযোগ পেলে তিনটি প্রধান বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই অঙ্গীকার করেন।

জামায়াত আমীর বলেন, ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে এক মিনিটের জন্যও কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে।

তিনি বলেন, তার দলের প্রধান কমিটমেন্ট ৩টি। প্রধান ফোকাস থাকবে ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা রাখা হবে না। যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে ইতর প্রাণী বানায় সেই শিক্ষা দেবো না।

জামায়াত আমীর বলেন, দুর্নীতির জোয়ার কেটে দেবো, এ কথা শুনে অনেকের বুকে ধড়ফড় শুরু হয়েছে। অনেকেই তো আবার চলেই এগুলো দিয়ে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2