• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর রাজনীতিতে আলোচনায় সাবেক পুলিশ কর্মকর্তা

প্রকাশিত: ১৬:১২, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:১৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নওগাঁর রাজনীতিতে আলোচনায় সাবেক পুলিশ কর্মকর্তা

নওগাঁর রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক পুলিশ কর্মকর্তা, বিএনপির তথ্য সংগ্রহ কমিটির সদস্য ও নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান ডাবলু। সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি এবার বিএনপি এমপি প্রার্থী হওয়ার প্রত্যাশা করছেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে যাচ্ছেন নওগাঁ-৫ আসনের সর্বস্তরের জনগণের কাছে।

শুক্রবার মাহবুবুর রহমান ডাবলু নওগাঁ সদর উপজেলার ফতেপুর পূর্বপাড়া ও পশ্চিম মঙ্গলপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে ৩১ দফা ও নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেন। 

এসময় তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, যার গর্বিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করেছেন। এটি দেশের মানুষের সেন্টিমেন্ট এবং আমাদের ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন।”

মাহবুবুর রহমান আরও বলেন, “শেখ হাসিনা দেশের ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছিলেন, যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং জনগণের দীর্ঘ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, তাহলে জনগণের রায় অনুসারে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে। সেই চিন্তা থেকে তিনি ৩১ দফার প্রতিশ্রুতি দলিল প্রণয়ন করেছেন।”

তিনি আরও যোগ করেন, “বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরও যে সংস্থার মূলক কার্যক্রম চালু আছে, তা বিএনপি ক্ষমতায় এলে কার্যকর করার প্রতিশ্রুতি এই ৩১ দফার মধ্যে অন্তর্ভুক্ত। প্রথম দফার মধ্যে গণতন্ত্রের স্বার্থে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা হবে।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাবেক পুলিশ কর্মকর্তার মাঠে নামা নওগাঁর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে তৃণমূলে বিএনপির সংগঠনকে শক্তিশালী করতে তার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2