• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

যতদিন রাষ্ট্র থাকবে ততদিন ষড়যন্ত্র থাকবে: গয়েশ্বর

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
যতদিন রাষ্ট্র থাকবে ততদিন ষড়যন্ত্র থাকবে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন যতদিন রাষ্ট্র থাকবে যতদিন রাজনীতি থাকবে ততদিন ষড়যন্ত্র থাকবে। দেশের হাজার হাজার পূজা মন্ডপের মধ্যে এখন পর্যন্ত আমরা কোন নেতিবাচক দিক দেখতে পাচ্ছি না। আমরা আশা করছি শান্তিপূর্ণভাবেই শারদীয় দুর্গোৎসব উৎযাপিত হবে। কিন্তু এই পূজাকে কেন্দ্র করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। নির্বাচনের বানচাল করার নানামুখী ষড়যন্ত্রতো থাকবেই। ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যই রাজনীতিবিদদের দূরদর্শিতার পরিচয়  দেয়া  প্রয়োজন। কিছু ষড়যন্ত্র দৃশ্যমান সেগুলোকে মোকাবেলা করা সময় সাপেক্ষ  কিন্তু যে ষড়যন্ত্র গুলো অদৃশ্য সেগুলো প্রকাশিত না হওয়া পর্যন্ত তা মোকাবেলা করা সম্ভব নয়। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে কেরানীগঞ্জের মির্জাপুরের নিজ বাড়িতে শারদীয় দুর্গোৎসব উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। 

গয়েশ্বর আরো বলেন, সরকার যদি ভয় পায় এবং সরকারের মধ্যে যদি অন্য কোন সরকার থাকে তাহলে এই সরকারের মাধ্যমে তা হেফাজত করতে হবে। আমরা একটি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সর্বাত্মকভাবে এই সরকারের অধীনে যেন সুন্দর একটি নির্বাচন হয় সে ব্যাপারে সহযোগিতা করব। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে  এমন একটি অজানা আশঙ্কার  উদ্ভব ঘটবে এবং এমন ধরনের ঘটনা ঘটবে যা জাতি কখনো প্রত্যাশা করে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে জাতির সামনে যে অঙ্গীকার করেছেন সেবিষয়ে তারা অনড় থাকলে কেউ নির্বাচন আটকে রাখতে পারবে না। নির্বাচন না হওয়ার আশঙ্কা যারা তৈরি করছে তারা একটি সাম্প্রদায়িক দুশমন। এই সাম্প্রদায়িক দুশমন যদি শক্তি সঞ্চয় করে তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই আমরা যারা রাজনীতি করি তারা যদি ঐক্যবদ্ধ থাকি এবং সরকারের যদি দৃঢ়তা থাকে তাহলে নির্ধারিত সময়ে নির্বাচন হবে। একটি প্রতিবেশী রাষ্ট্র আমাদের দেশে নির্বাচনকে বানচাল করার জন্য একটি সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে নানা ষড়যন্ত্র করছে।

অনুষ্ঠানে বিএনপি'র স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় গণতন্ত্রের জন্য লড়াই করছেন। তিনি বলেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। গত ১৭বছরে আমরা গুম খুনসহ নানা নির্যাতনের শিকার হয়েছি। ১৭ বছর আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনার পতন করেছি। আমরা এই দেশে হিন্দু মুসলিম সবাই একসাথে মিলেমিশে বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই ধর্মীয় সম্প্রীতি দিয়ে গেছেন। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লন্ডন থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমূখ। এই শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে গয়েশ্বর চন্দ্র রায়ের নিজ  বাড়িতে গনভোজের  আয়োজন করে। এতে তার নির্বাচনী এলাকা ঢাকা-৩ আসনের সর্বস্তরের হাজার হাজার জনগণ অংশগ্রহণ করে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2