• NEWS PORTAL

  • রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

‘প্রধান উপদেষ্টার অবয়বে অসুরের মূর্তি বানিয়ে ভারত নিম্নরুচির পরিচয় দিয়েছে’

প্রকাশিত: ১৮:৪৪, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:৪৫, ৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
‘প্রধান উপদেষ্টার অবয়বে অসুরের মূর্তি বানিয়ে ভারত নিম্নরুচির পরিচয় দিয়েছে’

ছবি: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের অবয়বে অসুরের মূর্তি বানিয়ে নিম্নরুচির পরিচয় দিয়েছে ভারত। এর দ্বারা প্রমাণিত হয় মোদির নেতৃত্বে দেশটির রাজনীতিতে অন্ধকার যুগ শুরু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর বনানীতে ঢাকা গ্যালারিতে লবেলিয়া চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুনেছি ভারতে সঙ্গীত, শিল্পকলার চর্চা হয়। সেই দেশ এমন নিম্নরুচির পরিচয় দেবে তা আমরা কল্পনা করিনি। দেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরির অনেক চেষ্টা হয়েছে। কিন্তু জনগণ সকল ষড়যন্ত্রকে প্রতিহত করেছে। ফলে এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

এ সময় ৫ আগস্টের পরাজিত শক্তিরা পার্শ্ববর্তী দেশের শিল্প সাহিত্যের প্রসার করতে চেয়েছিলো বলেও মন্তব্য করেন তিনি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2