• NEWS PORTAL

  • রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

নীতি-আদর্শের পরিবর্তন ছাড়া মানুষের মুক্তি নেই: ফয়জুল করীম

প্রকাশিত: ১৯:৪৮, ৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
নীতি-আদর্শের পরিবর্তন ছাড়া মানুষের মুক্তি নেই: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, “স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ গঠন করা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও চাঁদাবাজ, দখলবাজ ও জুলুমবাজদের কারণে সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।”

শনিবার (৪ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘স্বাধীনতার পথরেখা – ৪৭, ৭১, ২৪: প্রেক্ষিত আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, “মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি—সব দলের শাসনই জনগণ দেখেছে, কিন্তু কারো আমলেই সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। কেবল দল বা নেতা পরিবর্তনে নয়, নীতি ও আদর্শের পরিবর্তনেই শান্তি আসবে।”

তিনি বলেন, “১৯৪৭ সালে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল মুসলমান ও হিন্দুদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। ১৯৭১ সালে আবারো জুলুমের বিরুদ্ধে লড়াই করে ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও মানুষের প্রকৃত মুক্তি ও কল্যাণ এখনো অধরাই রয়ে গেছে।”

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে মুফতি ফয়জুল করীম বলেন, “মিথ্যা ও অন্যায়ের মরিচিকার পেছনে ছোটা যুবকদের ফেরাতে হবে সঠিক পথে। সাময়িক স্বার্থচিন্তা ত্যাগ করে সত্য ও ন্যায়ের আলোকবর্তিকা জ্বালাতে হবে। আমরা বলেছিলাম—‘শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।’ সেই আদর্শেই সমাজের অন্ধকার দূর হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আবদুল মোমেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক এবং ব্র্যাকের এইচআর অ্যান্ড ডেভেলপমেন্ট প্র্যাক্টিশনার ফারহান বাশার।

এছাড়াও বৈঠকে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি জাহিদুজ্জামান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, বাংলাদেশ ইসলামী যুব সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ খান ও ইসলামী যুব মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমদ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2