দেশের আলেমরা জাতিরও নেতৃত্ব দেবেন: জামায়াত আমির

দেশের আলেমরা শুধু মসজিদের নয়, জাতিরও নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির আয়োজিত ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে’ তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, “আমরা ধর্মের নামে জাতিকে বিভক্ত করার পক্ষে নই। বাংলাদেশে ৯০ দশমিক ৮ শতাংশ মুসলমান, বাকিরা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান হলেও আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে থাকতে চাই।”
তিনি বলেন, “বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টানরা যুগ যুগ ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির দিক থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম উদাহরণ।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “জাতি যখন সংকটে পড়ে, তখন আলেম ও শিক্ষিত ব্যক্তিদেরই পথ দেখাতে হয়। তারা হবেন জাতির রাহবার। কোরআন ও সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম জাতিকে পথ দেখালে দেশ উপকৃত হবে।”
পরস্পরবিরোধী দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশের আলেমরা সমাজ পরিচালনায় সক্রিয় হলে দুর্বৃত্তায়ন দূর হবে। শিক্ষিত সমাজের একটি অংশ কলমের অপব্যবহারে জাতিকে ক্ষতিগ্রস্ত করছে—এই জায়গায়ও ওলামায়ে কেরামের দায়িত্ব রয়েছে জাতিকে সতর্ক করা ও জাগ্রত করার।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের।
বিভি/এজেড
মন্তব্য করুন: