ইসির সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতের প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১২টার পর শুরু হয় এই বৈঠক।
বৈঠকে উপস্থিত আছেন— প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। অন্যদিকে, জামায়াতের পক্ষে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এএইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং মতিউর রহমান আকন্দ।
জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা করবে। জামায়াতের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কমিশনের সঙ্গে দলের আলোচনার প্রেক্ষিতে নানা সুপারিশও ইসির আলোচনায় উঠে আসার কথা রয়েছে।
বৈঠক প্রসঙ্গে জামায়াত নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার গণমাধ্যমকে বলেন, সামনে নির্বাচন রয়েছে। সার্বিক প্রস্তুতির বিষয় এই বৈঠকে আলোচনা হবে। বৈঠক শেষে ব্রিফিং করা হবে।
আগামী বছর রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। বৈঠকে সংসদ নির্বাচনের দিন একসঙ্গে গণভোট করার প্রস্তাবনা যেমন আছে, তেমনি জাতীয় নির্বাচনের আগে গণভোট করার প্রস্তাবও রয়েছে। তবে গণভোট কবে হবে, তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
চলতি মাসে নির্বাচন কমিশনের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও আলোচনার কথা রয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: