পাঁচ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: সেলিমা রহমান

বেগম সেলিমা রহমান
আগামী নির্বাচনে যোগ্য নারী প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নারী ও শিশু অধিকার ফোরামের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভায় তিনি একথা বলেন।
সেলিমা রহমান আরো বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে সরাসরি ভোটে পাঁচ শতাংশ নারী প্রার্থী দল থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা। এই সংখ্যা আরো বাড়তে পারে। যার মধ্য দিয়ে নারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেও জানান তিনি।
এদিকে, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুন রায় চৌধুরী বলেন, আগামী নির্বাচনে বিএনপি অবশ্যই যোগ্য নারীকে দলীয় মনোনয়ন দেবে এবং তারা জনগণের ভোটে বিজয়ী হবেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: