• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করা বিপজ্জনক: রিজভী

প্রকাশিত: ১৬:২২, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করা বিপজ্জনক: রিজভী

রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সমাজকে কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপথে পরিচালিত করতে চাইছে। 

তিনি আরও বলেন, ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে—এমন প্রচারণাকে জনগণের সঙ্গে প্রতারণা। ধর্মীয় মূল্যবোধকে বিকৃত করে রাজনৈতিক ফায়দা লুটতেই এসব বলা হচ্ছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

রিজভী বলেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। বিএনপির এই মুখপাত্র অভিযোগ করেন, জামায়াত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। তারা সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার, কটুক্তি ও করুচিপূর্ণ কথা ছড়ানোর বাহিনী গড়ে তুলেছে।

রিজভী বলেন, যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন, তাদের একটি মাস্টারপ্ল্যান আছে। তারা শর্ত দিয়ে বিভ্রান্ত করছে, উদ্দেশ্য জাতীয় নির্বাচন দেরি করা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2